Saturday, November 17, 2018

‘চিন্ময় চীন’ প্রকাশনা হাতে লাবীব ইকবাল

চীন আন্তর্জাতিক বেতারের বাংলাদেশি বিশেষজ্ঞ আলিমুল হক উপ-পরিচালক ছাও ইয়ান হুয়ার সম্পাদনায় প্রকাশিত চিন্ময় চীনএবং ছাও ইয়ান হুয়া ও এনামুল হক টুটুলের সম্পাদনায় “চীনের শিক্ষাব্যবস্থা উচ্চশিক্ষার বৈশ্বিক সম্ভাবনা” এই দুটি প্রকাশনা হাতে-    

নাম: লাবীব ইকবাল (Lei yi bo)
বয়স: বছর
পিতা: দিদারুল ইকবাল
মাতা: তাছলিমা আক্তার লিমা
ঠিকানা: সন্দ্বীপ, চট্টগ্রাম, বাংলাদেশ
 Labib Iqbal with 'Chinmoy China'


চীন আন্তর্জাতিক বেতারের বাংলাদেশি বিশেষজ্ঞ আলিমুল হক উপ-পরিচালক ছাও ইয়ান হুয়ার সম্পাদনায় প্রকাশিত হয়েছেচিন্ময় চীন”! ২৫ সহস্রাধিক শব্দ দুই শতাধিক রঙিন ছবিতে সমৃদ্ধ বইটিতে চীনের সৌন্দর্য, মানুষ, সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে বইটি অনলাইনে রকমারি.কম-এ পাওয়া যাচ্ছে।
এছাড়া “চীনের শিক্ষাব্যবস্থা উচ্চশিক্ষার বৈশ্বিক সম্ভাবনা” নিয়ে আরো একটি প্রকাশনা সম্পাদনা করেছেন ছাও ইয়ান হুয়া ও এনামুল হক টুটুল।